খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: যশোরের খাজুরা রাজাপুর সড়কের রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে খেঁজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহতরা হলেন-সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন হোসেন (২২) এবং একই গ্রামের কুরবান আলীর ছেলে সবুজ হোসেন (১৯)।দুইজনই যশোর খাজুরা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পেছনে আজিজুল স্টোর থেকে দুই বন্ধু চা খেয়ে পালসার মোটরসাইকেল নিয়ে ডাবয়রা মাঠে চালানো শিখতে যায়। এসময় মোটরসাইকেলটি খেঁজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনের মাথায় মারাত্মক আঘাত লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত সবুজ মিয়ার ফুফাতো ভাই মিলন হোসেন জানান, দুইজনের লাশ উদ্ধার করে ইছালী ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই) রকিব হোসেন ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০