নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, এক সময় রাজশাহীতে পদ্মা নদীরধারে বড় বড় জাহাজ আসতো। নদীপথে মালামাল আসতো। সেই অবস্থায় আবারো ফিরে যাবে রাজশাহী। বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে পদ্মা নদী গভীরভাবে খননের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই এর কাজ শুরু হবে।
আজ বুধবার সন্ধ্যায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী কিন্ডারগার্টেন এ্যান্ড স্কুল এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অর্থ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী ইতোমধ্যে রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেনের অনুমোদন দিয়েছেন। চলতি মাসেই এটি চালু হবে। দুইটি নতুন সরকারি স্কুল হতে যাচ্ছে। পদ্মা নদীতে ড্রেজারের মাধ্যমে খননকাজ শুরু হয়েছে। আগামীতে নদীবন্দর গড়ে উঠলে রাজশাহীর অর্থনৈতিক প্রবাহ বাড়বে। যৌথভাবে বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠা গড়ে উঠবে।
মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, বর্তমান সরকারের সক্ষমতা বেড়েছে। সারাদেশে উন্নয়ন হচ্ছে। আমরাও এগিয়ে যাচ্ছি। আগামীতে রাজশাহী হবে শিক্ষা ও অর্থনৈতিক কর্মচঞ্চল নগরী। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
রাজশাহী কিন্ডারগার্টেন এ্যান্ড স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বৃত্তি পরীক্ষা পরিচালনা উপ-কমিটির আহবায়ক আলতাব হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কারের অর্থ ও সনদপত্র তুলে দেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মেয়র। শেষে মেয়রকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০