খবর ২৪ ঘণ্টা ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার আজ (১৬ মে ২০১৯) এক প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) কে সিআইডি’র অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে নৌ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মারুফ হাসান বিপিএম, পিপিএম কে পদায়ন করে রেক্টর (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক-চলতি দায়িত্বে) পুলিশ স্টাফ কলেজ, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম কে পদায়ন করে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) ও পুলিশ হেডকোয়ার্টার্সের উপ-পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বিপিএম, পিপিএম কে পদায়ন করে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে এসবি’র উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ হেডকোয়ার্টার্সের উপ-পুলিশ মহাপরিদর্শক ও পুলিশ হেডকোয়ার্টার্সের উপ-পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) কে ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০