খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হওয়ার আগেই করোনার দুঃসংবাদ এসেছে। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ক্যাম্পে যোগ দেয়ার আগেই ১১ খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে বাফুফে।
প্রাথমিক দলের ক্যাম্পে ৩৬ জন খেলোয়াড় ডাক পেয়েছেন। দুদিনে এ পর্যন্ত ২৪ জন ফুটবলারের করোনা পরীক্ষা করা হয়েছে। এঁদের মধ্যে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্ত ফুটবলাররা হলেন—বিশ্বনাথ ঘোষ, এম এস বাবলু, নাজমুল ইসলাম, সুমন রেজা, টুটুল হোসেন বাদশা, সোহেল রানা, শহীদ আলম, আনিসুর রহমান জিকো, মো. রবিউল হাসান, মোহাম্মদ ইব্রাহিম ও সুশান্ত ত্রিপুরা।
আগামী ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ। আজ থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পের প্রথম দুই সপ্তাহ অনুশীলন হবে ছোট ছোট দলে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০