আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে (২-১ ব্যবধানে) এই মুহূর্তে ফুরফুরে আমেজে টাইগাররা। কম ফুর্তিতে নেই টাইগার ভক্তরাও।
আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেট হারানোর পর আফিফ-মিরাজে ভর করে জয় পায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বড় জয়ের মধ্য দিয়ে সিরিজ জিতে নেয় টাইগাররা।
এবার পালা দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের। ম্যাচ দুটি হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩ ও ৫ মার্চ হবে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচগুলো। টি-টোয়েন্টি সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ইস্টার্ন গ্যালারির ১০০ টাকা। এ ছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডের ১৫০, ক্লাব হাউজের ৩০০, ভিআইপি স্ট্যান্ডের ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা।
এই সিরিজের টিকিট ম্যাচের আগের ও ম্যাচের দিন পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০