খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: অবশেষে প্রকাশ হয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি। ভারতের দেহারদুনে আগামী ৫ জুন নবী-রশিদদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে সাকিব-তামিমরা।
ওয়ানডে খেলার কথা থাকলেও দুই বোর্ডের সভায় সিদ্ধান্ত হয় টি-টোয়েন্টি সিরিজের। এই সিরিজে অংশ নিতে আগামী ৩১ মে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। একদিন করে বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সিরিজের প্রথম ম্যাচ ৫ জুন, দ্বিতীয়টি ৭ এবং শেষটি ৯ জুন। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পরই ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্টটি খেলবে আফগানিস্তান।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়েও এগিয়ে আছে আফগানিস্তান। বাংলাদেশ যেখানে দশম, আফগানিস্তান সেখানে অষ্টম। উল্লেখ্য, এর আগে প্রথমবারের মত মুখোমুখি হয়ে আফগানদের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০