সানি লিওনের ভিসার আবেদন বাতিল করল বাংলাদেশ সরকার। প্রাক্তন পর্ন অভিনেত্রী পা রাখতে পারবেন প্রতিবেশী রাষ্ট্রে। সে দেশের ইসলামিক সংগঠনগুলির আপত্তির জেরেই এই নিষেধাজ্ঞা বলে মনে করা হচ্ছে। আপাতত বাংলাদেশ যেতে পারবেন না সানি।
সম্প্রতি বাংলাদেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন সানি। কিন্তু বাংলাদেশ মন্ত্রণালয়ের তরফে সাফ জানানো হল তিনি যেতে পারবেন না সে দেশে। জানা যাচ্ছে, শামীম আহমেদ রনির পরিচালনায় একটি ছবিতে সানি সহ ১১ জন ভারতীয় শিল্পী অভিনয় করবেন।
সেই মতো ভিসার আবেদন করেছিলেন সকলে। সানির আবেদন পত্রে তাঁর আসল নামটি লেখা ছিল, অর্থাৎ করনজিৎ কউর ওয়েবার। নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে পরিচয় দিয়েছেন সানি। প্রথমে সকলেরই ভিসা গ্রাহ্য হলেও বৃহস্পতিবার নতুন একটি বিবৃতি প্রকাশ করা হয় বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের তরফে।
সেখানে ভারতীয় শিল্পীদের অনুমতি বহাল রাখা হলেও সানির ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও এক বার বাংলাদেশে যাওয়ার ভিসা বাতিল হয় অভিনেত্রীর। ২০১৫ সালে একটি ওপার বাংলার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু প্রাক্তন পর্ন অভিনেত্রীর আসার খবরে বিক্ষোভ দেখাতে শুরু করে ইসলামিক সংগঠনগুলি। বাতিল হয় সানির ভিসা।
প্রসঙ্গত, অনেক কম বয়সে পর্ন ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সানি ওরফে করনজিৎ কউর বোহরা। বাবা মাকে না জানিয়েই পর্নোগ্রাফিতে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। প্রথম প্রথম বাবা মা বেশ খুশিই ছিলেন মেয়ের রোজগারে। তখনো তাঁরা সানির রোজগারের উৎসটা জানতেন না। এই বিষয়ে প্রথম জেনেছিলেন অভিনেত্রীর ভাই। তাও আবার ‘পেন্টহাউস’ পত্রিকায় সানির বিকিনি পরা একটি ছবি দেখে।
সানির জীবন নিয়ে একটি ওয়েব সিরিজও হয়েছিল। সেখানে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছিলেন তিনি। অভিনেত্রী জানান, তাঁর জীবনে বেশ কিছু অন্ধকার অধ্যায় রয়েছে যেগুলো আর ফিরে দেখতে চান না তিনি। তিনি যখন পর্ন ইন্ডাস্ট্রিতে তখনি তাঁর মা মারা যান। ক্যানসার আক্রান্ত বাবাও চলে যান তার পরপরই। তারপরেই প্রেমিক ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি। বাংলাহান্ট
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০