খবর ২৪ঘণ্টা ডেস্ক: বাংলাদেশে বিনিয়োগ প্রবাহ বাড়ানোর জন্য মংলা, ভেড়ামারা ও মিরশ্বরাইয়ে তিনটি অর্থনৈতিক অঞ্চল করছে ভারত। আগামী বছরের মধ্যে মংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (আইইডেজ) চালু হচ্ছে। পাইপলাইনে থাকা বাংলাদেশে ভারতীয় বিনিয়োগের পরিমাণ হাজার কোটি ডলারে উন্নীত হয়েছে।
গতকাল ভারতীয় হাইকমিশন থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, ভারতীয় কোম্পানি সাকাতা আইএনএক্স কারখানা স্থাপনের জন্য মেঘনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের (এমআইইজেড) সাথে জমির ইজারা চুক্তি করেছে। এতে এক কোটি ডলার বিনিয়োগে একটি কালির কারাখানা স্থাপনে হবে। কারখানায় ১০০ মানুষের কর্মসংস্থান হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বিইজেডএ) চেয়ারম্যান পবন চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও সাকাতা আইএনএক্সের ব্যবস্থাপনা পরিচালক ভি কে শেঠ উপস্থিত ছিলেন।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০