পাবনা প্রতিনিধি: রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি বলেছেন, বাংলাদেশ ভারতের বন্ধু প্রতীম রাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজতর করা হয়েছে এবং এ প্রক্রিয়া আরো সহজ করা হচ্ছে।
শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় সঞ্জিব কুমার ভাট্টি আরো বলেন, ইতোমধ্যেই রাজশাহীর বাহিরে উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁ এবং বগুড়াতে ভারতীয় ভিসা সেন্টার সেবাদান শুরু করেছে। সঠিক কাগজপত্র থাকলে দ্রæততম সময়ের মধ্যে ভিসা প্রদান করা এসব ভিসা সেন্টারের মূল কাজ।
পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র, পাবনা জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা প্রমুখ।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০