খবর২৪ঘণ্টা ডেস্ক: বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর সিডিএ এক নম্বর সড়ক থেকে তাদের আটক করা হয়।
আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আটক তিন যুবক মিয়ানমারের মংডু থেকে ২০১৭ সালে বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিবার নিয়ে থাকতো।
আটক তিন রোহিঙ্গা হলো- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মোহাম্মদ আজিজ প্রকাশ আইয়াজ (২১)।
ওসি বলেন,ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের আচার-আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে। তাদের কাছ থেকে তিনটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তারা জানায়,তাদের বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়। তারা পাসপোর্ট নিয়ে ঢাকায় তুরস্কের দূতাবাসে যাওয়ার চট্টগ্রামে এসেছে। দালালের মাধ্যমে নোয়াখালী থেকে তারা পাসপোর্টগুলো তৈরি করিয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০