খবর ২৪ ঘণ্টা ডেস্ক:বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ সম্বোধন করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, তার দল দ্বিতীয়বার ক্ষমতায় এলে এদের (বাংলাদেশি অনুপ্রবেশকারী) পশ্চিমবঙ্গের বাইরে ছুঁড়ে ফেলে দেয়া হবে।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক নিবন্ধন এনআরসি হবেই। তবে হিন্দু ও বৌদ্ধ উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়া হবে। বৃহস্পতিবার রায়গঞ্জে এক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি
আরও বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা উইপোকার মতো। গরিবদের জন্য যে ফসল যাওয়ার কথা সেগুলো তারা খেয়ে নিচ্ছে, গরিবদের কাজ নিয়ে নিচ্ছে। টিএমসি’র টি-এর অর্থ তুর্কমেনিস্তান, এম মানে মাফিয়া আর সি হলো চিটফান্ড।
ভারতে বৃহস্পতিবার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় রায়গঞ্জে ভোট হবে আগামী ১৮ এপ্রিল।
অমিত শাহের এ কথার জবাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, পাকিস্তান এবং তাদের প্রধানমন্ত্রী ইমরান খান দেশ জুড়ে দাঙ্গা বাধাতে চায় এবং সে কারণেই তারা মোদী সরকারকে খোলাখুলি সাহায্য় করছে। টুইটারে তিনি আরও লিখেছেন, পাকিস্তান ৭০ বছরে যা করতে পারেনি, তাদের বন্ধু মোদী পাঁচ বছরে সে কাজ করেছেন, ভারতের ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করে দিয়েছেন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০