পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশকে আর কোনো নিষেধাজ্ঞা দেবে না।
তিনি বলেন, র্যাব এবং এ বাহিনীর সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞাকে পুঁজি করে ষড়যন্ত্র করা হচ্ছে। র্যাব আমাদের গর্বের প্রতিষ্ঠান। তাদের রক্ষা করা রাষ্ট্রীয় দায়িত্ব।
বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারী) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নিষেধাজ্ঞা তুলতে ‘ল’ ফার্মগুলোর সঙ্গে কাজ করার চিন্তাভাবনা চলছে। মার্কিন প্রশাসনকে নিষেধাজ্ঞা দেওয়ার যুক্তি দিতে হবে। এ নিয়ে তাদের ব্যাখ্যা করতে হবে। যুক্তরাষ্ট্রের মতো বন্ধু দেশের কাছে প্রত্যাশা করতেই পারি যে, তারা এর বিস্তারিত কারণ আমাদের জানাবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কী কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এর ব্যাপ্তি কতটুকু তা লিখিতভাবে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাওয়া হয়েছে। তারা (যুক্তরাষ্ট্র) জবাব দেবে বলে জানিয়েছে।
শাহরিয়ার আলম বলেন, জনসংযোগের (পাবলিক রিলেশন) উদ্দেশ্যে আওয়ামী লীগ লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। টিপিক্যাল লবিস্টের প্রয়োজন আছে বলে মনে করে না আওয়ামী লীগ। বিএনপির মতো লুকিয়ে কিছু করব না আমরা। জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিতা থাকবে। গোপন এজেন্ডা থাকবে না।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দফতর।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০