গোপালগঞ্জ,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রতি একত্বতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।
মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা 'বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই', ' ম তে মতিয়া, মতিয়া তুই রাজাকার তুই রাজাকার', বোনের উপর হামলা কেন প্রসাশন জবাব চাই', সহ নানা স্লোগান দিতে থাকে।
শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন সময় দুপুর ১ টার দিকে এই আন্দোলন কে বানচাল করার জন্য কিছু সংখ্যক সন্ত্রাসী ছুরি,বোমা ও দেশীয় অস্ত্র সহ আন্দোলনকারীদের মাঝে প্রবেশ করে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্য ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বক্তব্য দেওয়ার সময়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে গেলে শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে।
এসময়ে অস্ত্র সহ দুই জন সন্ত্রাসী কে গন পিটুনি দিয়ে পুলিশের হাতে সোর্পদ করে।
এসময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।তারা সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচারের দাবী সহ নানা ধরনের স্লোগান দিতে থাকে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০