সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৭ মার্চ ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবি’তে ঐতিহাসিক ৭ই মার্চে আলোচনা সভা

R khan
মার্চ ৭, ২০১৮ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এ ইউনেস্কো স্বীকৃত বিশ্ব প্রামাণ্য দলিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনে বিকাল ৫টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীব বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম এ সাত্তার, আইন অনুষদের ডীন আবদুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। এ ভাষণ এখন শুধু বাঙালির নয় এটা সারা বিশ্বের তথা মানব সভ্যতার অহংকার। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এ ভাষণেই বাংলাদেশের স্বাধীনতার দিক নির্দেশনা দিয়ে ছিলেন এবং তাঁর ডাকেই সারা বাংলার আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
এছাড়া বক্তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।