খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: গত কয়েকবছরে আর্জেন্টিনা জাতীয় দল এবং স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার খেলা আবর্তিত হয়েছে লিওনেল মেসিকে কেন্দ্র করে। এ জাদুকরের পারফরম্যান্সের ওপরই যেন নির্ভর করে বার্সেলোনা ও আর্জেন্টিনার সাফল্য-ব্যর্থতা।
যে কারণে স্বাভাবিকভাবেই দেখা দেয় অতিমাত্রায় মেসি নির্ভরতা। বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলে, যেখানেই বল পাও, মেসির উদ্দেশ্যে বাড়িয়ে দাও- এমন একটা বিষয় কাজ করতো প্রকটভাবে। তবে সম্প্রতি এটিয়ে কাটিয়ে উঠতে পেরেছেন আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়রা।
এ কথা জানিয়েছেন ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর আর্জেন্টাইন মিডফিল্ডার লিওনার্দো পারেদেস। ইএসপিনকে দেয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে আরও অনেকের মতো পারেদেসও মেসিকেই সেরা মেনে নিয়েছেন।
জাতীয় দলে মেসির প্রভাব ও ভূমিকার ব্যাপারে পারেদেস বলেছেন, ‘আমাদের জন্য মূল বিষয় ছিল এটা ঠিক করা এবং বোঝা যে, বল পাস দেয়ার জন্য মেসি সবসময় সেরা বা উপযুক্ত পছন্দ নয়। তাকে তখনই বল দিতে হবে, যখন সে এটা কাজে লাগাতে পারবে। এ জিনিসটা আমরা পারতাম না। তবে এখন অনেক উন্নতি হয়েছে।’
মেসির প্রশংসায় তিনি বলেন, ‘তার (মেসি) সঙ্গে খেলা সহজ হবে না কেন? সে দুর্দান্ত। যখন সে বল পায়, মুহূর্তের মধ্যে ৩-৪ খেলোয়াড় ঘিরে ধরে, আমি ভাবতে থাকি এখনই হয়তো বল হারাবে, তাই নিচের দিকে নামতে শুরু করি। কিন্তু মুহূর্ত পরেই দেখি সে সবাইকে কাটিয়ে বল সামনে নিয়ে যাচ্ছে। এটা সত্যিই অসাধারণ।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০