খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: বলিভিয়ার পশ্চিমাঞ্চলের হুয়ানুনির একটি খনিতে ডিনামাইট বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও অপর ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র।
এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘আজ সকালে হুয়ানুনির ওই খনিতে শ্রমিকরা কাজে যোগ দেয়ার জন্য প্রবেশ করতে গেলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। আহতদের ওরুরু নগরীর হাসপাতালে পাঠানো হয়েছে।’
সরকার এ ঘটনা তদন্তে হুয়ানুনিতে দুটি তদন্ত দল পাঠিয়েছে।
রোমেরো বলেন, ‘এটর্নি জেনারেল এ তদন্ত কাজে সহায়তা করতে লোক পাঠিয়েছেন। এর পাশাপাশি বিস্ফোরণের কারণ জানতে ফরেনসিক দলও কাজ করবে। আমরা এখনো এ ঘটনার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারছি না।’
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০