বলিউডের নায়ক আমির খানের ছেলে জুনাইদ খানের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। বলিউডপাড়ায় গুঞ্জন রয়েছে বড় পর্দায় নিজেকে তুলে ধরতে প্রস্তুতি সম্পন্ন করেছেন জুনায়েদ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় বলিউডে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তার।
আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) ‘মহারাজ’ নামের চলচ্চিত্র দিয়ে শুটিং শুরু হয়েছে। ‘অর্জুন রেড্ডি’ চলচ্চিত্রের অভিনেত্রী শালিনী পান্ডে, শারভারি ওয়াঘ, জয়দীপ আহলাওয়াতও চলচ্চিত্রটিতে অভিনয় করবেন।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মারোলের বিজয়নগরে এক মাস ধরে একটি বিশাল সেট নির্মাণ করা হয়েছে, যেখানে চলচ্চিত্রটির শুটিং হচ্ছে। পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা এবং প্রযোজনা ডিজাইন টিম তাদের কাজ আগেই গুছিয়ে নিয়েছেন।
জানা যায়, ‘মহারাজ’ সিনেমাটি মূলত ধর্মীয় গুরু মহারাজের করা মামলা নিয়ে নির্মিত হচ্ছে। ১৮৬২ সালে এই ধর্মীয় গুরু একটি সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করেছিলেন। কারণ সংবাদপত্রটি তার বিরুদ্ধে নারী ভক্তদের যৌন শোষণের অভিযোগ এনে খবর প্রকাশ করেছিল।
আমিরের ছেলে জুনায়েদ খান চলচ্চিত্রটিতে সাংবাদিক কারসানদাস মুলজি চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০