খবর ২৪ ঘণ্টা ডেস্ক: মার্কিন বৈশ্বিক কেবল এবং স্যাটেলাইট টেলিভিশন ইএসপিএনের বর্ষসেরা খেলোয়াড়দের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন খেলোয়াড়। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা।
ইএসপিএনের দৃষ্টিতে ২০১৯ সালে বিশ্বের
বিখ্যাত ১০০ ক্রীড়াবিদের তালিকায় সাকিবের অবস্থান ৯০, মুশফিকের ৯২ আর
মাশরাফির ৯৮। আর এই তালিকায় প্রথম রয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার
ক্রিস্টিয়ানো রোনালদো।
এই প্রথমবারের মতো ইএসপিএনের বিখ্যাত ১০০
ক্রীড়াবিদের তালিকায় স্থান করে নিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তালিকায়
দ্বিতীয় অবস্থানে আছেন আমেরিকান বাস্কেট বল তারকা লি ব্রণ জেমস। আর তৃতীয়
অবস্থানে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চার নম্বরে আছেন ব্রাজিলীয়
ফুটবল তারকা নেইমার জুনিয়র। টেনিস খেলোয়ার রজার ফেদেরার আছেন ছয় নম্বরে।
আর আরেক টেনিস তারকা রাফায়েল নাদাল আছেন তালিকায় আট নম্বরে।
রাফায়েল নাদালের আগেই অবশ্য স্থান পেয়েছেন
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (৭)। এই তালিকায় আছেন, মহেন্দ্র সিং ধোনি
(১৩), যুবরাজ সিং (১৮), সুরেশ রায়না (২২), রোহিত শর্মা (৪৬), রবিচন্দ্রন
অশ্বিন (৪২), হরভজন সিং (৭৪) ও শিখর ধাওয়ান (৯৪)।
৭৮টি দেশের প্রায় ৮০০ ক্রীড়াবিদের মধ্য থেকে এই তালিকা করা হয়েছে। গুগলে ওই নির্দিষ্ট খেলোয়াড়কে খোঁজার সংখ্যা, ফেসবুক-টুইটারে তাদের অনুসারীর সংখ্যা আর বিজ্ঞাপন ও পণ্যের দূতিয়ালি থেকে করা আয়- এই তিনটি বিষয়কে এই তালিকা তৈরির সময় জোর দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০