সংবাদ বিজ্ঞপ্তি : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের উদ্বিগ্ন সময়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থীদের হাত ধরে তৈরি হলো কোভিড-১৯ রোগীর সহায়ক যন্ত্র। একটি রিমোট কন্ট্রোল রোবট যার সাহায্যে ভাইরাস সংক্রমিত কোনো ব্যাক্তির সংস্পর্শে না গিয়েও তাকে প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন ওষুধ, খাদ্য সরবারাহ করা যাবে। এর সাথে একটি অ্যান্ড্রোয়েড ফোন সংযুক্তিকরণের মাধ্যমে অনলাইন যোগাযোগ ও বিভিন্ন তথ্য আদান প্রদান করা সম্ভব। এছাড়াও এতে সংযুক্ত ক্যামেরা ও রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন, আনা-নেয়া
করা যাবে। বিশ্বের যেকোন যায়গায় বসে শুধুমাত্র একটি অ্যান্ড্রোয়েড ডিভাইসের মাধ্যমে এটিকে কন্ট্রোল সম্ভব। প্রজেক্ট নির্মাণে অংশগ্রহণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর ২০ তম ব্যাচ এর শিক্ষার্থী শাকির আহমেদ শুভ, তানভীর আহমেদ সৌরভ, আবদুল্লাহ তামীম, খালিদ সাইফুল্লাহ এবং সোহানুর রহমান। প্রজেক্টির সার্বিক তত্বাবধায়নে ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক গোলাম শাহরিয়ার।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০