খবর২৪ঘন্টা ডেস্ক: নির্বাচন পূর্ববর্তী সহিংসতার মামলায় বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমায়ূন কবীর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে ২১ মার্চ সকাল ১১টার দিকে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর ঘোপখালী এলকায় চারজনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নুরুল হক ও তার সহযোগীরা। এ ঘটনায় ওই দিন রাতেই ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হককে প্রধান আসামি করে ৪২ জনের বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন আড়পাঙ্গামিয়া গ্রামের বাসিন্দা মো.সুলতান আহমেদ। এ মামলায় পুলিশ ইউপি চেয়ারম্যান নুরুল হকসহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরে এ মামলায় ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক বৃহস্পতিবার আদালতে হাজির হলে, আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০