খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাঙামাটি শহরের বনরূপা এলাকায় বন বিভাগের প্রধান কার্যালয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে। সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
অগ্নিকাণ্ডের সময় ওই ভবনের ভেতরে কেউ আটকা না পড়লেও এটি বন বিভাগের প্রধান কার্যালয় হওয়ায় ভেতরে অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে বলে জানা গেছে। আগুন অনেক বেশি থাকায় তাৎক্ষণিক কেউ কিছু সঙ্গে নিয়ে বের হতে পারেননি।
রেড ক্রিসেন্টের যুব প্রধান রানা দে জানান, রোববার সকাল সাড়ে ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই আমরা আগুন নেভাতে ছুটে আসি।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০