খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ব্রহ্মপুত্র-যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে আগস্টের প্রথম সপ্তাহে বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হতে পারে। গঙ্গা-পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ২৭ জুলাইয়ের পর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আর ঢাকার আশপাশে ৩০ জুলাই পর্যন্ত বন্যা স্থায়ী হতে পারে।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ১০ দিনের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বাড়তে পারে। ২৬ জুলাই নাগাদ এ নদীর পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ফলে ২৬ জুলাই পর্যন্ত কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। চলমান বন্যা পরিস্থিতি জুলাইয়ের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগস্টের প্রথম সপ্তাহে ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়তে পারে। রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জের ভাগ্যকূল পয়েন্ট ও শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ২৭ জুলাইয়ের পর ক্রমান্বয়ে এসব জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
ঢাকার চারপাশের নদীগুলোর পানি বাড়তে পারে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানি বাড়তে পারে, যার ফলে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আগামী সাতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডেমরা পয়েন্টে বালু নদী, মিরপুর পয়েন্টে তুরাগ নদী ও রেকাবি বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০