খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বন্যার পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মানিকগঞ্জে তিনজন ও কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে।
এদিকে দেশের ৩৩ জেলায় চলমান বন্যা দুর্যোগে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২২৬ জনে দাঁড়িয়েছে। গত ৩০ জুন থেকে গতকাল (১৮ আগস্ট) পর্যন্ত বন্যার পানিতে ডুবে ১৯০ জনের মৃত্যু হয়। এছাড়া ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ২০ জন এবং অন্যান্য কারণে দুইজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।
বন্যা দুর্যোগে মৃত ২২০ জনের মধ্যে লালমনিরহাটে ১৭ জন, কুড়িগ্রামে ২৩ জন, গাইবান্ধায় ১৫ জন, নীলফামারীতে দুইজন, রংপুর তিনজন, সুনামগঞ্জে আটজন, সিরাজগঞ্জে ১৫ জন, বগুড়ায় একজন, জামালপুরে ৩২ জন, টাঙ্গাইলে ৩৭ জন, রাজবাড়ীতে তিনজন, মানিকগঞ্জে ২৩ জন, ফরিদপুরে একজন, নেত্রকোনায় সাতজন, নওগাঁয় দুইজন, কিশোরগঞ্জে ১১জন, ঢাকা নয়জন, শরীয়তপুরে তিনজন, মুন্সিগঞ্জে ছয়জন, গাজীপুরে ছয়জন এবং গোপালগঞ্জে দুইজনের মৃত্যু হয়।
বর্তমানে দেশের ৩৩টি জেলার ২৬৯টি উপজেলার দুই হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে এক হাজার ৭৮টি ইউনিয়ন বন্যা আক্রান্ত। স্বাস্থ্য অধিদফতরের দুই হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, আক্রান্ত জেলাগুলোতে এ পর্যন্ত ডায়রিয়ায় ১৮ হাজার ৫৯ জন, শ্বাসতন্ত্রের প্রদাহে (আরটিআই) পাঁচ হাজার ৯০০ জন, বজ্রপাতে ৪৭ জন, সাপের কামড়ে ৬৮ জন, পানিতে ডুবে ২১৩ জন, চর্মরোগে ১১ হাজার ৭৭৫ জন, চোখের প্রদাহে এক হাজার ২৮২ জন, আঘাতপ্রাপ্ত এক হাজার ৪৯ জন ও অন্যান্য রোগে ১৫ হাজার ৩১৩ জন মোট ৫৩ হাজার ৫৭০ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০