নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে ত্রাণের চাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে চাল তুলে দেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মেয়র নগরীর নদীর তীরবর্তী এলাকার ২শ ৮৫টি পরিবারের সদস্যদের প্রত্যেককে ২০ কেজি চাল বিতরণ করেন। রাসিকের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর
রহমানের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। এ সময় রাসিকের ত্রাণ ও স্থায়ী কমিটির সভাপতি ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির উপস্থিত ছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০