খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘ডিলিট ফর এভরিওয়ান’ প্রকাশ পেয়েছিল গত বছরই। এই ফিচারের ফলে আপনি হোয়াটসঅ্যাপে ভুলবশত কোনো মেসেজ পাঠিয়ে ফেললে ৭ মিনিটের মধ্যে সেই মেসেজটি যাকে পাঠিয়েছেন, তার ডিভাইস থেকেও ডিলিট করে দিতে পারতেন। কিন্তু শোনা যাচ্ছে, সমস্যা থেকে বাঁচানোর সেই ফিচার নাকি বন্ধ হয়ে যেতে চলেছে!
এ ব্যাপারে প্রযুক্তি ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার ব্যবহার করে ৭ মিনিটের মধ্যেই হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ ডিলিট করে দেওয়ার পরও নাকি ব্যবহারকারীরা সেই মেসেজ দেখতে পাচ্ছেন। এই নিয়ে অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। ফলে অচিরেই বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০