খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহুরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার মাকাপুর গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল আন্দুলিয়া গ্রামের প্রাইমারি স্কুল পাড়ার গোলাম হোসেনের ছেলে।
চৌগাছা থানা পুলিশের ওসি রিফাত খান রাজীব বলেন, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে মাকাপুর গাবতলা মাঠে পুলিশ অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশের গুলির মুখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। এ সময় সেখানে মাদক ব্যবসায়ী জহুরুলের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে।
ওসি রিফাত খান রাজীব জানান, জহুরুলের বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০