নিজস্ব প্রতিবেদক: বন্দীর বউ নিয়ে উধাও হওয়া রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মামুন হোসাইন (কারারক্ষী নং-৫৩১) কে নাটোর কারাগারে বদলি করা হয়েছে। চলতি মাসের ১৮ তারিখ কারারক্ষীর বিরুদ্ধে বিরুদ্ধে বন্দীর স্ত্রীকে প্রলোভন দেখিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শিরোনামে সংবাদ খবর ২৪ ঘন্টায় প্রকাশ হওয়ার পর ১৮ তারিখ তাকে প্রত্যাহার করে নাটোর কারাগারে বদলি করা হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, কারারক্ষী মামুনকে প্রত্যাহার করে রাজশাহী কারাগার থেকে নাটোর বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, যেহেতু এখনও কেউ অভিযোগ দেয়নি খবর মারফতে জানার পরে তাকে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ভুক্তভোগী আকাশ কারাগারে থাকাকালে তার স্ত্রী তাকে দেখতে যেত। আর সেখানেই কারারক্ষী মামুন প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন ধরনের কথা বলে নিয়ে উধাও হয়। এমন অভিযোগ করে তার স্বামী। কারাগার থেকে জামিনে বের হয়ে আসার পর নগরীর ১৩ নং ওয়ার্ডের ষষ্টিতলা এলাকার বাসিন্দা আকাশ গণমাধ্যমের কাছে এ অভিযোগ তুলেছেন। এছাড়াও তিনি বিষয়টি নিয়ে থানা ও কারাগারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন ভুক্তভোগী আকাশ। বিষয়টি কাউকে না জানাতে কারারক্ষী মামুন ভুক্তভোগী আকাশকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে কারারক্ষী মামুন হোসানের পক্ষ থেকে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। মামুনের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলায়। বাড়িতে তার একটি স্ত্রীও রয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০