খবর ২৪ ঘণ্টা ডেস্ক:রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে ১৮ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না চাওয়ায় শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় যারা আহত
হয়েছেন তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বৃহস্পতিবার বেলা একটার দিকে বনানীর ২২তলা এফ আর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে পুড়ে মারা যান ১৯ জন। উদ্ধারের পর এসব মরদেহ রাখা হয় তিনটি হাসপাতালের মর্গে।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা
শ্রীলংকার নাগরিক নিরস চন্দ্র ছাড়া ছয়টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
করেছে কর্তৃপক্ষ। তারা হলেন- ছালাউদ্দিন, রেজাউল করিম রাজু, তানজিনা মৌলি,
জেবুর নেছা, নাহিদুল ইসলাম তুষার ও আহমেদ জাফর। ইউনাইটেড হাসপাতালে রাখা
মামুন, মনির ও মাসুদুর রহমানের মরদেহও বুঝে নিয়েছেন স্বজনরা।
ঢাকা মেডিকেলে রাখা নয়জনের মরদেহই বুঝিয়ে দেয়া হয়েছে স্বজনদের। তারা হলেন রুমকি আক্তার, আব্দুল্লাহ আল ফারুক, ফজলে রাব্বি, শেখ জারিন তাসমিন, আমির হোসের রাব্বি, আতিকুর রহমান, মনজুর হাসান, শেখ আনজির সিদ্দিক ও আনজির আবির।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০