খবর ২৪ ঘণ্টা ডেস্ক:রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি। এর মধ্যে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর হয়েছে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফায়ার
সার্ভিস থেকে ২৫ জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়। পরে ফায়ার সার্ভিস
দুঃখ প্রকাশ করে তালিকা সংশোধন করে ফের মরদেহের সংখ্যা ১৯টি লিখে দেয়
বোর্ডে।
উল্লেখ্য, গতকাল বেলা পৌনে একটার দিকে
বনানীর ২২তলা এফ আর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কয়েক
ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে পুড়ে মারা যান ২৫ জন।
উদ্ধারের পর এসব মরদেহ রাখা হয় তিনটি হাসপাতালের মর্গে।
এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জন। এদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে ৪১ জন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চারজন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০