নজরুল ইসলাম জুলু : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জী এবং সহকারী পরিচালক(কলেজ) মো: আলমাছ উদ্দিন, গবেষণা কর্মকর্তা মানিক চন্দ্র প্রামানিক, সহকারী পরিদর্শক মো: রাশেদুল ইসলাম এবং মো: আসমত আলীর বিরুদ্ধে দূর্নীতির মাধ্যমে নীতিমালা অমান্য করে এমপিওভূক্তির অভিযোগে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে
গত ২৬শে অক্টোবর ২০২৪ ইং তারিখে খবর২৪ঘন্টা নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।
উক্ত প্রকাশিত সংবাদের ভিক্তিতে মঙ্গলবার(২৯ অক্টোবর) বিতর্কিত মাউশি অধিদপ্তরের রাজশাহী আঞ্চলের পরিচালক ড. বিশ্বজিৎ ব্যানার্জী কে টিচার্স ট্রেনিং কলেজ,রাজশাহী'র উপাধ্যক্ষ পদে বলদি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কলেজ-২ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জী এবং তার সিন্ডিকেটের অন্যতম সহযোগী সহকারী পরিচালক (কলেজ) মো: আলমাছ উদ্দিন, গবেষণা কর্মকর্তা মানিক চন্দ্র প্রামানিক, সহকারী পরিদর্শক মো: রাশেদুল ইসলাম এবং মো: আসমত আলীর বিরুদ্ধে দূর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এনে মাননীয় শিক্ষা উপদেষ্টা ও দূর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে রাজশাহী অঞ্চলের প্রগতিশীল ও সচেতন নাগরিক তথা শিক্ষক সমাজের পক্ষে লিখিত অভিযোগ করেছেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মো: এনামুল হক, মো: তোরাব আলী পারভেজ এবং মো: কাউসার আলী। অভিযুক্তদের বিরুদ্ধে সিন্ডিকেট তৈরির মাধ্যমে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অমান্য করে এমপিও দূর্নীতি সহ নানাবিধ অনিয়মের মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষক এমপিওভূক্তির জন্য যোগদানের সময় থেকে অবশ্যই বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এ তথ্য আপডেট থাকা এবং ইউজিসি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অর্জিত সনদপত্র থাকা আবশ্যক । এছাড়াও, ২০১৫ সালের পর এনটিআরসিএ কর্তৃক সুপারিশ ব্যাতীত শিক্ষক সমন্বয় এমপিওভূক্তির কোনো সুযোগ না থাকলেও ড. ব্যানার্জী ও গং কোনো নিয়মের তোয়াক্কা না করেই রাজশাহী অঞ্চলের বিভিন্ন কলেজের বেশ কিছু সংখ্যক শিক্ষকদের মোটা অংকের অর্থের বিনিময়ে এমপিওভূক্তি করেছিলেন। নিয়মবহির্ভূত ভাবে এমপিওভূক্তি হওয়া সেসমস্ত শিক্ষকদের নামসহ অন্যান্য যাবতীয় তথ্য'প্রমাণ খবর২৪ঘন্টার হাতে আসে এবং তার ভিত্তিতে গত ২৬ শে অক্টোবর ড. বিশ্বজিৎ ও তার সহযোগীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন খবর২৪ঘন্টায় প্রকাশিত হয়।
উল্লেখ্য ড. বিশ্বজিৎ ব্যানার্জীর সাথে সাবেক রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি আওয়ামী লীগ পন্থি শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয়ের বিধিমালা উপেক্ষা করে বিশেষ সুবিধা প্রদান করতেন বলেও অভিযোগ রয়েছে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০