বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটােরের বড়াইগ্রামে মৃত্যুর প্রায় ৫ মাস পর কবর থেকে উত্তােলন করা হয় গৃহবধূ জেসমিনের (২৮) লাশ। জেসমিন উপজেলার নওদাজােয়াড়ী গ্রামের বেলাল হােসেনের স্ত্রী ও নাটাের সদর উপজেলার একডালা গ্রামের সামসুজ্জামানের মেয়ে ছিল। গত ৩১ মার্চ স্বামী গৃহই মৃত্যু হয়েছিল জেসমিনের। তড়িঘড়ি করে তার লাশ দাফন করা হয়েছিল নওদাজােয়াড়ী গ্রামের সামাজিক গোরস্থানে । পরবর্তীতে মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় বাদী হয়ে ভগ্ননিপতি বেলাল হােসেন ও তার প্রেমিকা হালিমার বিরুদ্ধে গত ২৪ জুন নাটাের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছিলেন জেসমিনের বড় বােন ইয়াসমিন। মঙ্গলবার সরজমিনে গোরস্থানে গিয়ে
দেখা যায়, লাশটি উত্তােলনের দৃশ্য দেখার জন্য এলাকার কয়েক হাজার উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। সেখানে মামলার বাদি ইয়াসমিন আবেগ আপ্লুত কন্ঠ এ প্রতিনিধিকে বলেন, জেসমিনের স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্ম তৎসময়ে প্রচার করেছিলেন ভগ্নিপতি। বােনের দুর্ঘটনার বিষয় সন্দেহ সৃষ্টি হয় তার মৃত্যুর দিন থেকেই। পরে বিভিন্নভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করে বুঝতে পারি যে ভগ্ননিপতি বেলাল হােসেনের পরকীয়া প্রেম ছিল পশ্চিম নওদাজােয়াড়ী গ্রামের বেলায়েত হােসেনের মেয়ে হালিমার সাথে। এ প্রেম ঘটিত কারণেই আমার বােনকে হত্যা করে তৎসময়ে তড়িঘড়ি করে দাফন করা হয়েছিল। এর প্রেক্ষিতে গত ২৪ জুন ভগ্নিপতি বেলাল
হােসেন ও তার প্রেমিকা হালিমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। তিনি আরা জানান, নিহত বােনের দুই মেয়ে তনু (৮) ও অনু (৬)।নাটােরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন জানান, নিহত জেসমিনের মৃত্যু রহস্যজনক দাবী করে বােন ইয়াসমিন খাতুন আদালতে একটি মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে এ লাশ উত্তােলন করে ময়না তদন্ত নাটাের সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০