নাটোরের বড়াইগ্রামে মাটি বাহি ট্রাক্টরে চাপায় স্কুল শিক্ষার্থী শান্ত(৬)নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নওগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত নওগ্রাম এলাকার আসমত আলীর ছেলে ও নওগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, নওগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টান চলছিলো। এসময় শান্ত স্কুল থেকে বাড়িতে ফেরার পথে স্কুলের সামনের রাস্তায় উঠলে পিছন থেকে মাটি বাহি ট্রাক্টর তাকে চাপা দেয় এবং ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সেখানেই মারা যায়। পরে স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০