বড়াইগ্রাম (নাটোর)প্রতিনিধি :
নাটারের বড়াইগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত নেতাকর্মীর স্বজনদের মাঝে বুধবার সন্ধ্যায় ঈদ সামগ্রী বিতরণ করছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে বড়াইগ্রাম উপজলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু সহ তিন নেতাকর্মীর স্বজনদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বনপাড়া পৌর বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক নিহত সানাউল্লাহ নুর বাবু, যুবদল নেতা আলম হােসন মােল্লা ও আবুল বাশারর স্বজনদের মাঝে এসব সামগ্রী তুল দেন। বনপাড়া পৌর বিএনপির সভাপতি লুৎফর রহমানের সঞ্চালনায় উপজেলা সভাপতি এ্যাডভাকট আব্দুল কাদর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি
শহীদুল ইসলাম বাচু জেলা প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী, সহ-সভাপতি আলী আকবর, মাঝগাও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, যুগ্ন সম্পাদক আব্দুস সালাম মােল্লা, পৌর সাধারণ সম্পাদক রফিক সরদার উপস্তি ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষে থেকে দোয়া ঈদ সামগ্রীর মধ্যে জায়নামাজ, তসবিহ, আতর, টুপি, শাড়ি, লুঙ্গি, খেজুর, কিশমিশ, বাদাম, পালাওয়র চাল, দুধ, চিনি, লাচ্ছা সেমাই, চকলেট ও বিস্ট ও ঈদকার্ড রয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০