নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেনকে তৃতীয় বারের মেয়র নির্বাচিত হওয়ায় উপজেলা নাগরিক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২ মার্চ) বিকেলে উপজেলার বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরিক কমিটির সভাপতি শ্রী গৌরপদ মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারন সম্পাদক এ্যাড: মিজানুর রহমান,ভাইস চেয়ারম্যান আতাউর রহমান,বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুর বারী বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ।
এছাড়া আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, গন্যম্যান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্টা ও চেয়ারম্যানের পক্ষ থেকে মেয়রকে সংবর্ধনা দেওয়া হয়।পরে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০