নাটোরে বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে একজন নিহত আহত হয়েছে কমপক্ষে ২০জন।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহত ব্যাক্তির নাম ভুলু আকন্দ (৬০) তিনি সিংড়া উপজেলার আটঘোলা গ্রামের মৃত আমজাদ আকন্দের ছেলে।রত্না পরিবহনের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন এবং নাটোর থেকে আসা রত্না পরিবহন মানিকপুর এলাকায় পৌছালে হানিফ পরিবহন একটি বাসকে ওভারটিং করতে গেলে রত্না পরিবহনের সাথে সংঘর্ষ হয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে অনেকে আহত হয়। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে একজন নিহত ও কমপক্ষে ২০জন আহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, হানিফ পরিবহ একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে সংঘর্ষ হয়। বাস দুইটি জব্দ করা হয়েছে।পরবর্তী মামলা পক্রিয়াধীন রয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০