বড়াইগ্রাম প্রতিনিধিঃ
কর্মস্থল থেকে ছুটিতে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ফজলুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফজলুর রহমান নাটােরের বড়াইগ্রামের পার আটঘরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। বুধবার ভােরে গাজীপুরের কালিয়াকৈর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে বাসের মধ্যে অচেতন হয়ে পড়লে যাত্রীরা তাকে হাসপাতালে ভর্তি করছিলেন বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, ফজলুর রহমান লেখাপড়া শেষে
নারায়ণগঞ্জ একটি বেসরকারী কােম্পানীতে চাকুরী করতেন। মঙ্গলবার বিকালে তিনি বাড়িতে আসার জন্য বাসে চড়েন। বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন। পরে তাকে কালিয়াকৈর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভােরে তিনি মারা যান। এ সময় হাসপাতাল কর্তপক্ষ তার সঙ্গে থাকা কাগজপত্র থেকে মােবাইল নম্বর নিয়ে স্বজনদের খবর দেন। পরে দুপুর স্বজনরা সেখান গিয়ে লাশটি গ্রহণ করেন বলে তিনি জানান।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০