খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জের মোল্লারচর ইউনিয়নের হাসমত আলী (৬১), গোবিন্দগঞ্জ ইউনিয়নের জাদু মিয়া (২৮) ও ফুলছড়ির আনচার আলী (৫২)। তারা সবাই কৃষক ছিলেন।
মোল্লারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা (ইউডিসি) হারুন মিয়া জানান, দুপুরে জমিতে পাট বীজ বুনছিলেন কৃষক হাসমত আলী। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন জাদু মিয়া। এ সময় ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তার মৃত্যু হয়।
এছাড়া ফুলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, আনছার আলী দুপুরে মাঠে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০