নাটোর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন হওয়ায় নাটোরে আনন্দ উল্লাশ করেছে জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে ও মাদরাসা মোড়ে এই আনন্দ উল্লাশ করা হয়। শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুলের সর্মথক ও মাদরাসা মোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক শাহিনা খাতুনসহ পদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নাটোরের বিভিন্ন পর্যায়ের মানুষ তাদের অভিমত ব্যাক্ত করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০