নাটোর প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লাগানো দূর্লভ একটি হৈমন্তি গাছ বাঁচাতে বিশেষজ্ঞ দল উত্তরা গণভবন পরিদর্শন করেছেন। বিশেষজ্ঞ দলে উদ্যানতত্ববিদ ও কীটতত্ববিদ ছাড়াও উদ্ভিদ রোগ তত্ববিদ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকেলে দলটি গণভবনে পৌছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম এবং এনডিসি অনিন্দ্য কুমার।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাজ্জাকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন এই উত্তরা গণভবন। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে উত্তরা গণভবনে এসেছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উত্তরা গণভবনে তাঁর স্মৃতিস্বরুপ তিনি একটি হৈমন্তি গাছ রোপন করেন।
দীর্ঘদিন অযত্ন আর অবহেলায় গাছটি প্রাণ এখন শঙ্কুলান। গাছটি রক্ষা করতেই তিন সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ দল উত্তরা গণভবন পরিদর্শন করলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০