লালপুর (নাটোর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় শনিবার (২৫ নভেম্বর) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পঅর্পনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে গোলালপুর বাজার, রেল গেট প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমবেত হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আনন্দ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, মুক্তিযোদ্ধা মাজদার রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ । এছাড়াও বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
খবর২৪ ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০