নিজস্ব প্রতিবেদক :
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টার দিকে রামেক হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক ডা. বিধান চন্দ্র ঘোষ, সহকারী পরিচালক ডা. এনামুল হক, সহকারী পরিচালক অর্থ ও ভান্ডার আলী
আকবর, সিনিয়র স্টোর অফিসার গৌতম কুমার প্রমূখ। সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা। এ ছাড়া হাসপাতালে অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং জরুরী আন্ত:বিভাগীয় সেবা সার্বক্ষনিক চালু থাকবে। বাদ জোহর হাসপাতাল
মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকল শিশু ওয়ার্ড সুসজ্জিতকরণ হবে। হাসপাতালে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি , খুশির দিন, সুখের দিন, বঙ্গবন্ধুর জন্মদিন” ও বঙ্গবন্ধুর জন্মদিন, হাসিখুশিতে হোক রঙ্গিন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন প্রদর্শন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মান সম্মত খাবার পরিবেশন করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০