বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে র্যাব-৫, রাজশাহীর উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার যোহরের নামাজ শেষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন এবং রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া হড়গ্রাম এলাকায় অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণের অনুষ্ঠানে র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল মোত্তাকিম
এসপিপি, পিএসসি, জি উপস্থিত থেকে খাবার প্যাকেট বিতরণ করেছেন। এ সময়ে র্যাব-৫ এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশ মোতাবেক র্যাব-৫, রাজশাহী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১৭ মার্চ হতে ২৭ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত সকল অনুষ্ঠানের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা প্রদানে কাজ করে যাচ্ছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০