বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ এলাকার জামুরইর হাট থেকে ভিজিএফের বিতরণ করা ৯৩ বস্তা চালসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। এর আগে চালগুলো ভিজিএফ কার্ডধারীদের মাঝে গতকাল মঙ্গলবার বিতরণ করা হলে তারা চালগুলো বিক্রি করে দিয়েছিল।
আজ বুধবার বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরইর হাপের একটি চাতাল থেকে ওই চালগুলো উদ্ধার করা হয়। এই চালগুলো গ্রেফতারকৃত শিবগঞ্জ উপজেলার দক্ষিণ বেলাইল গ্রামের মৃত মোকো প্রাং এর পুত্র বাবর আলী (৫০) ভিজিএফ কার্ডধারীদের কাছ থেকে কিনে নিয়ে বাজারে বিক্রির জন্য জমা করেছিল।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার এই অভিযান পরিচালনা করা হয়। চাতালে মজুত রাখা সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিতরণ করা ৯৩ চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি হিসেবে আটককৃত চালের পরিমান ২ মেট্রিক টন ৬৭০ কেজি। আটক ব্যক্তি ও চাল থানা হেফাজতে নেয়া হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু জানান, চালগুলো ভিজিএফ কার্ডধারিরা বিক্রি করে দিলে ব্যবসা করার জন্য কেউ একজন কিনে নেয়। কিন্তু চালগুলো সরকারি। প্রতিজন কার্ডধারী ৩০ কেজি করে চাল পায়।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০