নিজস্ব প্রতিবেদক : বগুড়া জেলায় করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়। নতুন ৫১ জন নিয়ে করোনা শনাক্তের সংখ্যা ৫ হাজার ৪৯ জনে। এ জেলায় এ পর্যন্ত মোট ১১২ জন করোনা রোগী মারা গেছে। রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। আর
২য় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এ জেলায় মোট ৩ হাজার ৪১৭ জন শনাক্ত হয়েছে। আর তৃতীয় অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ জেলা। এ জেলায় শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৯ জন। অন্য জেলাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ৫১৬ জন, নওগাঁ ৯৬০ জন, নাটোর ৫৪৪ জন, জয়পুরহাট ৭৮২ জন ও পাবনা জেলায় ৮৫২ জন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০