বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীর সাবেকপাড়া খাদ্য গুদাম থেকে ১৭ টন চালসহ ওই গুদামের কর্মকর্তা গাজী মো. শফিকুলকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকার ১০টার দিকে ওই খাদ্য গুদাম থেকে তাকে আটক করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন বলেন, ১৭ টনের একটি ডিও পাওয়া গেছে, এই ডিও কার এ বিষয়ে খাদ্য গুদাম কর্মকর্তা গাজী শফিকুলকে জিজ্ঞাসাবাদের পর যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রওনক জাহান জানান, গুদাম কর্মকর্তাকে চালসহ থানায় নিয়ে আসার খবরটি ওসির কাছ থেকে জানতে পেরেছি।
ওসি আরো জানিয়েছেন, ১৭ টন চালের একটি ডিও তার কাছে পাওয়া গেছে। তবে এই মুহূর্তে ১৭টনের কোনো ডিও দেয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গাবতলী থানার ওসি নুরুজ্জামাম জানান, চালগুলো গুদাম থেকে জেলার ধুনট এলাকার এক ব্যবসায়ীর কাছে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল এমন খবর পেযে চালসহ তাকে আটক করা হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০