জাহাঙ্গীর ইসলাম,শেরপুর(বগুড়া) প্রতিনিধি: অনেক জনচেতনতা বৃদ্ধি হলেও মহাসড়কের পাশে সাব লেন না থাকায় বগুড়ায় গত ১৪ মাসে বিভিন্নভাবে ২৭৮ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এসব দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৩৫ জন, আহত হয়েছে ২৬৪ জন।
এদের মধ্যে গুরুতর জখম হয়েছে ৭৮ জন। এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের সংখ্যা ৩৫২ টি তার মধ্যে পৃথকভাবে মামলা হয়েছে ২১৫ টি। জেলার ১২টি থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুধু বগুড়া জেলাতেই গত ১৪ মাসে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছে ৪০ জন। আহত হয়েছে প্রায় ২৩৮ জন।
বগুড়া হাইওয়ে পুলিশ কার্যালয়ের তথ্যমতে, ২০২০ সালের জানুয়ারি ও ফেব্রæয়ারি মাসেই সড়ক দূর্ঘটনা ঘটেছে ১৭ টি। এতে নারী শিশু সহ নিহত হয়েছে ১৭ জন আর আহত হয়েছে প্রায় ২৮ জন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছে ৪ জন। এসব দুর্ঘটনায় প্রায় ২৩ টি যানবাহন ক্ষতিগ্রস্থ হয় এবং মামলা হয়েছে ১২টি।
২০১৯ সালের জানুয়ারী মাসে ১৮টি পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছে ২১ আহত ১০, ফেব্রæয়ারী মাসে ১৯ দুর্ঘটনায় নিহত হয়েছে ১৯ জন আহত হয়েছে ৫ জন, মার্চ মাসে ১৬ দুর্ঘটনায় নিহত হয়েছে ২০ জন আহত হয়েছে ৬ জন, এপ্রিল মাসে ২৫ দুর্ঘটনায় নিহত হয়েছে ২৭ জন আহত হয়েছে ৩৩ জন, মে মাসে ১৪ দুর্ঘটায় নিহত ১২ জন আহত ১৬ জন, জুন মাসে ৩১ দুর্ঘটনায় নিহত হয়েছে ৪৮ জন আহত হয়েছে ৪০ জন, জুলাই মাসে ১৬ দুর্ঘটনায় নিহত হয়েছে ১৭ জন আহত হয়েছে ৭ জন, আগস্ট মাসে ২৬ দুর্ঘটনায় নিহত হয়েছে ৪৩ জন আহত হয়েছে ৫১ জন, সেপ্টেম্বর মাসে ২০ দুর্ঘটনায় নিহত হয়েছে ২৫ জন আহত হয়েছে ১৪ জন, অক্টোবর মাসে ২৬ দুর্ঘটনায় নিহত হয়েছে ৩১ জন আহত হয়েছে ১৮ জন, নভেম্বর মাসে ২৩ দুর্ঘটনায় নিহত হয়েছে ২৭ জন আহত হয়েছে ১৪ জন, ডিসেম্বর মাসে ২৭ দুর্ঘটনায় নিহত হয়েছে ২৮ জন আহত হয়েছে ২১ জন।
এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক ইয়ামিন উদ্দৌলা জানান, মহাসড়কে দূর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ নিয়মিত টহল ব্যবস্থা জোরদার করেছে। অন্যদিকে বর্তমান সরকারের উন্নয়নমুখী পদক্ষেপ নির্মানাধীন চারলেনের রাস্তার উভয় পাশের্^ সাব লেন করা হলেই সড়ক দূর্ঘটনা কমে আসবে বলে ওই পুলিশ কর্মকর্তা দাবী করেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০