বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ক্রেতা সেজে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরতলী তিনমাথা রেল গেট এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ রোকন খান রাজিব (৩৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্র্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মো. রোকন খান রাজিব জেলার কাহালু উপজেলার প্রতাপপুর গ্রামের আতাউর রহমান খানের ছেলে।
জানা গেছে, বগুড়া ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে বিদেশি পিস্তল কিনতে রাজিবের সাথে যোগাযোগ করেন। এর ফলে অস্ত্র ব্যবসায়ী রাজিব আমেরিকার তৈরি ৭ দশমিক ৬৫ বোরের একটি পিস্তল ও এক রাউন্ড গুলি ৬৫ হাজার টাকায় বিক্রি করতে রাজী হয়। এরই সুত্রধরে ১২ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল। ওই স্থানের মিতালী হোটেলের সামনে রাজীব পিস্তল নিয়ে আসলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেন। পরে তার কোমরে রাখা একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেন।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ আসলাম আলী বলেন, গ্রেফতারকৃত রাজিব অবৈধ অস্ত্র ব্যবসায়ী। অনেক দিন ধরে তাকে আটক করার জন্য ফাঁদ পাতা হয়েছিল। অবশেষে তাকে অস্ত্রসহ ধরা সম্ভব হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০