বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকা যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলো- ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর (১২) ও মেয়ে মঞ্জিলা আক্তার (২) এবং দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও এলাকার বাসিন্দা আলামিনের ছেলে মেহেদী হাসান (৩)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করছেন।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০