বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলার সোনাতলায় বজ্রপাতে মা-ছেলে’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মধুপর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
তারা হলেন মা বিলকিস বেগম (৪০) ও মাদ্রাসা পড়ুয়া ছেলে সোহেল (১৫)।
এলাকাবাসী জানায়, উপজেলার মধুপর ইউনিয়নের শালিখা (উত্তরপাড়া) গ্রামে সোহেলসহ কয়েকজনে জমিতে ধান কাটছিল। এ সময় বৃষ্টি এলে জমির পাশেই বেড়াবিহীন একটি স্যালোমেশিন ঘরে ৭ জন আশ্রয় নেয়। এ অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু ঘটে। আহত হন গোলজার রহমান (৬০) নামে এক ব্যক্তি।
বিলকিস বেগম আব্দুস সালামের স্ত্রী ও সোহেল তার ছেলে। এদিকে স্থানীয়রা তাদের সকলকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক বিলকিস বেগম ও সোহেলকে মৃত ঘোষণা করেন। তারা সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার পূর্ব কামারপাড়া গ্রামের বাসিন্দা।
সোনাতলার সমাজকর্মী প্রভাষক ইকবাল কবির লেমন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০