বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (০৭ সেপ্টেম্বর) সোনাতলা থানার দিগদাইড় ইউনিয়নের কাতলাহার ও মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে সুমন চন্দ্র রায় (১৭), মধুপুর গ্রামের মৃত সাদেক আলীর সিদ্দিক হোসেন (৩৫) ও তার ছেলে সিয়াম হোসেন (১০)।
জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে কাতলাহার গ্রামের পাশে বুড়ার দহ খালে সেতুর নিচে মাছ ধরছিল সুমন চন্দ্র রায় ও সন্তোষ চন্দ্র (৪০)। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। সুমন এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। এ ঘটনায় সন্তোষ চন্দ্র (৪০) আহত হয়েছেন। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে দুপুর ১২টার দিকে সোনাতলা থানার মধুপুর গ্রামের মাটিয়ালির বিলে মাছ ধরছিল সিদ্দিক ও তার ছেলে সিয়াম। এ সময় বজ্রপাতে তারা আহত হয়। তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাতলা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন বলেন, বজ্রপাতে মারা যাওয়া তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০